Marbel Zip

 





 MARBEL ZIP
Zipsam
মারবেল জি
জিপসাম
(ক্যালসিয়াম-২৩%, সালফার ১৭%)


ক্যালসিয়ামের অভাব জনিত লক্ষণঃ
→ ক্যালসিয়ামের অভাব উদ্ভিদের কচি পাতা কুচকিয়ে যায়
এবং পুরাতন পাতা বাদামী রং এর আকার ধারন করে
এবং পরে মারা যায়।
পাতার সাইড বা কিনাড়া হলদে ভাব হয়ে যায়।
গাছের অগ্রভাগ বৃদ্ধি কমে যায়।
সালফারের অভাবে ঃ গাছের কচি পাতা হলুদ বর্ণ হয়ে যায়,
গাছের বৃদ্ধি ও কুশির সংখ্যা কমে যায়, ধানের চিটা বেশি হয়
এবং আলু ও টমেটোর গাছের বর্ণ হলুদ ও ধূসর রং এর হয়ে
যায় এ ছাড়া ও ফসলের আশানুরূপ ফলন হয় না।
মারবেল জিপ এর উপকারিতাঃ
 মারবেল জিপ ব্যবহারে মাটির গঠন ভাল হয় এর ফলে
মাটিতে পানি বায়ুর চলাচল স্বাভাবিক থাকে ফলে
উদ্ভিদের মূল শিকড় মাটি থেকে খাবার গ্রহণ তরান্নিত
করে ফলে উদ্ভিদ পুষ্ট থাকে।
মারবেল জিপ ব্যবহারে মাটিতে অম্লর মাত্রা কমিয়ে
রাখে।
| মারবেল জিপ ব্যবহারে ফসলের উৎপাদন বৃদ্ধি সহায়তা
করে।
। মারবেল জিপ ব্যবহারে উদ্ভিদের শিকড় জন্ম বৃদ্ধি
সহায়াতা করে।
মারবেল জিপ ব্যবহারে ক্যালশিয়াম কোষ বিভাজনের
সাহায্য করার মাধ্যমে উদ্ভিদ সবুজ ও সতেজ রাখে এবং
গাছের দ্রুত বৃদ্ধি ঘটায়।
→ উদ্ভিদের বিভিন্ন রোগ প্রতিরোধে মারবেল জিপ কার্যকর
ভূমিকা রাখে।

                                  ফসলের নাম :                             একর প্রতি মাত্রা:
                                                ধান                                         ২৩-২৭ কেজি
                                                আলু                                       ৪০-৪৫ কেজি
                                                 ভূট্টা                                        ১৫-১৭ কেজি

                            
                             
ব্যবহার বিধিঃ       ফসলের বীজ বপন বা চারা রোপনের পূর্বে   জমিতে শেষ চাষের 
                         সময় সঠিক মাত্রায় মারবেল জিপ ছিটিয়ে প্রয়োগ করে মাটির সাথে মিশিয়ে দিন।
                            এছাড়াও ফসলের  ক্যালসিয়াম ও সালফার এর অভাবের লক্ষণ দেখা দিলে
মাত্রানুযায়ী মারবেল জিপ প্রয়োগ করুন।

সাবধানতাঃ শিশুদের নাগালের বাইরে রাখুন। ব্যবহারের পরশরীর ও কাপড় ভালো 
                        ভাবে ধুয়ে গোসল করুন। খাওয়ার   পূর্বে হাত ও মুখ ভালোভাবে পরিষ্কার 
                                   করুন। খালি প্যাকেট অন্য কাজে ব্যবহার করবেন না।

গুদামজাতকরণঃ মারবেল জিপ শুষ্ক ও ছায়াযুক্ত স্থানে রাখুন
এবং সর্বদা খাদ্যদ্রব্য, পশুখাদ্য ও পানি হতে দুরে সংরক্ষন  করুন।

বিষাক্ততাঃ মারবেল জিপ - এ জনস্বাস্থ্য, ফসল ও পরিবেশের জন্য ক্ষতিকর 
                                        কোন বিষাক্ত পদার্থ নেই।

প্রস্তুতকারকঃ
NANJING SUNSHINE TECHNOLOGY CO, LTD.
3/ F NO. 302, BINGJIANG ROAD, NANJING, JIANGSU, CHINA.
8
রেজিষ্ট্রেশন নং ঃ আই এম পি – ৭৪৩৩

No comments:

Post a Comment

Adbox