MARBEL BORON
Solubor Boron
মারবেল বোরনসলুবোর বোরন(বোরন ২০% )প্রবল শক্তিধর মারবেল বোরন মাটি ও ফসলের বোরন ঘাটতি পূরণ করে,ফসলের গুণগতমান ও ফলন বৃদ্ধি করে। গাছের প্রয়োজনীয় খাদ্য উপাদানেরমধ্যে বোরন একটি অত্যাবশ্যকীয় অনুখাদ্য। বাংলাদেশের অধিকাংশজমিতেই বোরনের অভাব দেখা যায়। বেলে, দোঁআশ ও এটেল মাটিতেবোরনের অভাব বেশি পরিলক্ষিত হয়। আশানুরূপ ফলন পেতে ফসলবোরন সার প্রয়োগ করতে হবে। বোরন সার ফলন বাড়ানোর পাশাপাশিফসলের গুনগতমানও বৃদ্ধি করে।
অভাবজনিত লক্ষণ সমূহঃ
বোরনের অভাবে গাছের সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বাধাগ্রস্থ হয়। টিউবার ফসলের (আলু জাতীয়) উপর বিবর্ণ দাগ দেখা যায়।পরাগায়ন ও ফসলের বৃদ্ধি বাধাগ্রস্ত হয়। বেগুন,টমেটোর ছাল ফেটে যায়। পাতা খর্বাকার / কোঁকড়ানোহয় এবং নেতিয়ে পড়ে। ক্লোরোফিলের ঘাটতিদেখাদেয়। গাছের শিকড় বৃদ্ধি বাধাগ্রস্থ হয় এবং ফলেরআকার এবড়ো-থেবড়ো হয়।
প্রয়োগ ক্ষেত্রঃধান, গম, ভূট্টা, আলু, তুলা, পান, কলা, আনারস,বেগুন, টমেটো, মরিচ, লাউ, সীম, বরবটি, করলা,কাঁকরোল, ঢেঁড়শ, ফুলকপি, বাধাকপি, তরমুজ, ঝিংগা,চিচিংগা, সরিষা, আম, লিচু, কাঁঠাল, পেঁপে, লেবু সহবিভিন্ন ফলজ/বনজ গাছে মারবেল বোরন ব্যবহার করাযায়।প্রয়োগ মাত্রাঃফসলের বাড়ন্তকালে প্রতি লিটার পানিতে১-১.৫ গ্রাম মারবেল বোরন মিশিয়ে গাছে স্প্রে করুন।গাছে ফুল ও ফল ধরার সময় হতে শুরুকরে ১৫ দিনপর পর ২ বার এবং প্রয়োজনে ৩ বার স্প্রে করুন।মারবেল বোরন মাটিতেও সরাসরি প্রয়োগযোগ্য।মাটিতে প্রয়োগঃ প্রতি বিঘা জমিতে ৫০০ থেকে৬০০গ্রাম মারবেল বোরন জমি তৈরির সময় শেষ চাষেছিটিয়ে দিতে হবে।প্রস্তুতকারকঃNANJING SUNSHINE TECHNOLOGY CO, LTD.3/F NO. 302, BINGJIANG ROAD, NANJING, JIANGSU, CHINA.রেজিষ্ট্রেশন নং ঃ আই এম পি – ৭৪৩৬Importer & MarkitingMAC MARBEL AGRO CHEMICALKholishakandi, Shajahanpur, Bogura.Email: marbelagrochemical@gmail.comMobil: 01322567414
No comments:
Post a Comment