Bel Boron






 BEL BORON  Boric Acid
(Boron 17%)

বেল বোরণ
বরিক এসিড
(বোরণ ১৭%)

বোরণ গাছের জন্য অতি প্রয়োজনীয়
একটি অনুখাদ্য। মাটিতে বোরনের ঘাটতি
হলে অন্য কোন পুষ্টি উপাদান দ্বারা পূরন
করা সম্ভব হয় না। বোরণের অভাবে শুধু
ফলনই কমে না, সাথে ফসলের গুন
গতমান হ্রাস পায়।
বোরনের-অভাব জনিত লক্ষণ সমূহঃ
পাতা খর্বাকার ও কোঁকড়ানো হয়ে নেতিয়ে
পড়ে, ফলে ক্লোরোফিলের পরিমান কমে
যায়। টিউবার (আলু) ও ফসলের উপর
বিবর্ণ দাগ পড়ে। কান্ডের অগ্রকোষ বা
কচি কান্ডের বৃদ্ধি ব্যহত হয়। গাছের
সালোকসংশ্লেষন প্রক্রিয়া ব্যহত হয়।
পরাগায়ন ও ফলের বৃদ্ধি ব্যহত হয়
শিকড়ের বৃদ্ধি ব্যহত হয় এবং ফলের
আকার বাঁকা হয়।
প্রয়োগ পদ্ধতিঃ
জমি তৈরীর শেষ চাষে বা চারা লাগানোর
সময় অন্যান্য রাসায়নিক সারের সাথে
মিশিয়ে প্রয়োগ করতে হবে ।

প্রয়োগ মাত্রাঃ
ফল/ ফসলের নাম
ধান, গম, পাট, বেগুন,
টমেটো, আলু, মরিচ
করলা, কাঁকরোল, ঢেঁড়শ,
ফুলকপি, ঝিংগা, তরমুজ,
বাধাকপি
বিঘা প্রতি
পরিমান
৯০০ গ্রাম
সরিষা, ভূট্টা, আঁখ, পান, ৮০০ গ্রাম
কলা, আনারস
মশুর, মৃগ, ছোলা
০৫ | সূর্যমুখী ও সয়াবিন
১ কেজি
১ কেজি
১.৫ কেজি
প্রস্তুতকারকঃ
NANJING SUNSHINE TECHNOLOGY CO, LTD.
3/ F NO. 302, BINGJIANG ROAD, NANJING, JIANGSU, CHINA.
রেজিষ্ট্রেশন নং ঃ আই এম পি -৭৪৩৭
:

Importer & Markiting
MAC MARBEL AGRO CHEMICAL
Kholishakandi, Shajahanpur, Bogura.
Email: marbelagrochemical@gmail.com
Mobil: 01322567414

No comments:

Post a Comment

Adbox